গ্লোডেন গ্লোবের পর এবার অস্কার। নাটু নাটুতে কী মজবে এবার কোডাক থিয়েটার। মঙ্গলবার ৯৫তম অস্কার পুরস্কারের মনোনয়ন পর্ব ঘোষণা হয়েছে। তাতে প্রত্যাশিত ভাবেই জায়গা পেয়েছে এসএস রাজমৌলির আরআরআর। সেরা অরিজিন্যাল সং এই বিভাগে জায়গা পেয়েছে এই ছবির বিখ্যাত গান নাটু নাটু। এরআগ, এমএম কিরাভানির মিউজিকে এই গান জিতেছে এই বছরের গ্লোডেন গ্লোব পুরস্কার।
তবে রাজামৌলির আরআরআর এই প্রথম ভারতীয় সিনেমা নয়। মাদার ইন্ডিয়া থেকে অস্কারে ভারতীয় সিনেমার দৌড় শুরু হয়েছিল। খুব কাছে এসেও এই পুরস্কার হাতছাড়া হয়েছিল লগানের। তবে প্রথম ভারতীয় হিসাবে কোডাক থিয়েটরে এই পুরস্কার নিয়েছিলেন ভানু আথাইয়া। গান্ধী ছবির পোশাকের জন্য এই পুরস্কার পেয়েছিলেন তিনি।
ভারতীয় ছবি না হলেও অস্কারের মঞ্চে ভারতীয়দের দাপট ছিল স্লাম ডগ মিলিনিয়রকে ঘিরে। এআর রহমান, গুলজার এবং রেসুল পুকুট্টি এই তিন ভারতীয় ওই ছবির জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন। ১২ মার্চ প্রথা মেনেই এবার হতে চলেছে অস্কারের অনুষ্ঠান।