এবারের অস্কারের মঞ্চে ভারতের একমাত্র উপস্থাপক বলি ডিভা দীপিকা পাড়ুকোন৷ ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে RRR- এর 'নাটু নাটু' গানটি 'বেস্ট অরিজিনালস সং' ক্যাটাগরিতে অস্কার জিতেছে। এই ভারতীয় গান পিছনে ফেলে দিয়েছে এভরিথিং, এভরিহ্যায়ার, অল অ্যাট ওয়ান্স, দিস ইজ ও লাইফ, টেল ইট লাইক আ ওম্যানের মতো ছবির গানগুলিকেও। এদিন অস্কারের মঞ্চে সারা বিশ্বের সামনে 'নাটু নাটু' গানের স্রষ্টা এবং নির্মাতাদের পরিচয় করিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন। অস্কারের মঞ্চে গায়করা পেলেন স্ট্যান্ডিং ওভেশন।
Oscar 2023 : 'আরআরআর'-এর মুকুটে নয়া পালক, গোল্ডেন গ্লোবের পর অস্কার পেল 'নাটু নাটু'
অস্কার'২৩ এর মঞ্চে লাইভ 'নাটু নাটু' পরিবেশন করেন গায়ক কালা ভৈরব এবং রাহুল সিপিলিগঞ্জ। পুরস্কার গ্রহণ করেন কিরাভানি এবং গীতিকার চন্দ্র বোস। মডেল পার্সিস খাম্বাত্তার পর দীপিকা অস্কারে তৃতীয় ভারতীয় উপস্থাপক। ২০১৬ সালে উপস্থাপন করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।