দু'জনেই টেলিভিশন জগতের, রিয়াল লাইফ জুটি তো বটেই, অথচ বাংলা টেলিভিশনে কখনওই জুটি বাঁধেননি নীল ভট্টাচার্য তৃণা সাহা। কেন? উত্তর নেই, তবে এবার সোজা বড় পর্দায় কাজ করবেন একসঙ্গে।
প্রথম ছবিতেই তৃণা এক সিঙ্গল মাদারের চরিত্রে। নীলের চরিত্র এক ব্যান্ডের লিড সিঙ্গারের। তিলোত্তমা' ছবিটি পরিচালনা করছেন সৌম্যজিৎ আদক। তবে এ ছবিতে কিন্তু নীল-তৃণা জুটি হিসেবে থাকছেন না, একসঙ্গে মাত্র একটাই সিন রয়েছে। এ ছাড়াও ছবিতে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়রা। পরাণ বন্দ্যোপাধ্যায় একটি অনাথ আশ্রম চালান এই ছবিতে, ঋতব্রত ব্যাঙ্কের অ্যাকাউন্টেন্ট। সবার জীবন আলাদা, আবার কোথাও এসে সবার জীবনই এক যেন। সবে ছবির শুটিং শেষ হল, মুক্তি পাবে আগামী বছর।