বলিউড অভিনেত্রী সোনাক্ষীর (Sonakshi Sinha) বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারান্ট (Non bailable warrant) জারি। একটি জালিয়াতি মামলায় (Fraud Case) তাঁর বিরুদ্ধে এই ওয়ারান্ট জারি হয়েছে। সোনাক্ষ্মীর বিরুদ্ধে অভিযোগ, অভিনেত্রী একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ৩৭ লক্ষ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। অগ্রিম ২৮ লক্ষ টাকা নিয়েও উপস্থিত থাকেননি।
দাবাং খ্যাত অভিনেত্রীর কাছে সেই অর্থ একাধিকবার ফেরত চেয়েও পাননি দাবি, অনুষ্ঠানের আয়োজক প্রমোদ শর্মার। তারপর ২০১৯ সালে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই আয়োজক।
আগামী ২৫ এপ্রিল সোনাক্ষীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, ওই অনুষ্ঠানে যোগদানের জন্য একটি মউ স্বাক্ষরিত হয়েছিল অভিনেত্রী এবং আয়োজকের মধ্যে। অনুষ্ঠানের দিনই সময় সূচি বদলাতে বলেন শত্রুঘ্ন কন্যা। আয়োজকরা রাজি না হওয়ায় পিছিয়ে আসেন সোনাক্ষী।