'পদাতিক' নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিলেন মৃণাল-পুত্র কুণাল সেন! সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' ছবির কলাকুশলীদের দেখে কুণাল লিখলেন "এটা দেখে ও জেনে অদ্ভুত লাগছে, আমার বাবা-মা এবং আমার মতো দেখতে লাগছে কয়েকজনকে, যাঁরা পর্দায় আমাদের আচরণ ফুটিয়ে তোলার চেষ্টা করবেন"! নিজের ফেসবুক অ্যাকাউন্টে কুণাল এই কথা লেখার পর প্রতিক্রিয়া দিয়েছেন একাধিক মানুষ। কেউ লিখেছেন- 'আপনার কথাকে সম্পূর্ণ সমর্থন করি। কিন্তু, বাঙালিরা তো এখন পর্দায় ক্লোন দেখতেই পছন্দ করে'। কেউ আবার লিখেছেন- 'প্রথিতযশা পরিচালককে নিয়ে ফের আরও একটা স্পুফ তৈরি হচ্ছে'। কেউ আবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মেক-আপের মাধ্যমে চরিত্রদের পর্দায় হুবহু ফুটিয়ে তোলার প্রচেষ্টাকে।
উল্লেখ্য, ছবিটির প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের তরফে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে 'মৃণাল সেন'-এর ভূমিকায় অভিনয় করা বিভিন্ন বয়সের চঞ্চল চৌধুরীকে। যুবক মৃণালের ভূমিকায় আবার রয়েছেন কোরক সামন্ত। রয়েছেন 'গীতা সেন'-এর ভূমিকায় মনামী ঘোষও। কুণাল সেনের ভূমিকায় দেখা গিয়েছে সম্রাট চক্রবর্তীকে।
সমস্ত শিল্পীর মেক-আপ করেছেন সোমনাথ কুন্ডু।