ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়না বলতেন যাঁরা, সকলকে বুড়ো আঙুল দেখিয়ে বন্ধুত্বের নজির গড়েছিলেন মিমি-নুসরত। নিজেদের 'বোনু' বলে ডাকতেন। তারপর আচমকাই 'ব্যক্তিগত' কারণে মনোমালিন্য হয় দু'জনের। এখন দুজনের মনের হদিশ জানেন না কেউই। কিন্তু বন্ধুর কাছে ফিরতে চান নুসরত। নিজেই জানালেন অভিনেত্রী।
আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন, তিনি এখনও মিমিকে ভালবাসেন, মিমিও ভালবাসেন, তিনি জানেন। ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চান। তবে অভিনেত্রী এও বলেছেন, নিজে অনেকবার এগিয়ে গেলেও মিমির তরফে সাড়া পাননি তিনি। যশও জানিয়েছেন, তিনিও চান ভুল বোঝাবুঝি মিটে যাক।
যশ নুসরতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি 'সেন্টিমেন্টাল' আসছে। ছবির প্রেমিয়ারে মিমি আমন্ত্রিত থাকবেন, নিশ্চিত করলেন, মিমির এক সময়ের সবচেয়ে কাছের বন্ধু নুসরত।