বিদেশের মাটিতে অস্কার (Oscar 2023 ) ছিনিয়ে নিল ভারত । দেশের হয়ে প্রথম অস্কার জিতে নিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Wishperers)। ‘সেরা ডকুমেন্ট্রি শর্ট’ বিভাগে পুরস্কার জিতল পরিচালক কার্তিকি গঞ্জালভিজের এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমাটি । সিনেমার প্রযোজক গুনিত মঙ্গা । এক অনাথ হাতির গল্প নিয়েই সিনেমাটি । নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ । দুই নারীর হাত ধরে এবছরের প্রথম অস্কার এল ভারতে (India) ।
‘সেরা ডকুমেন্ট্রি শর্ট’ বিভাগে ভারতের স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটির সঙ্গে প্রতিযোগিতায় ছিল ‘হাউল আউট’, ‘হাও ডু ইউ মেজার এ ইয়ার’, ‘দ্য মারথা মিশেল এফেক্ট’ ও ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ ছবিগুলি । তবে সেরার তকমা ছিনিয়ে নেন কার্তিকি গঞ্জালভিজ ।
আরও পড়ুন, Oscar 2023 : 'আরআরআর'-এর মুকুটে নয়া পালক, গোল্ডেন গ্লোবের পর অস্কার পেল 'নাটু নাটু'