হিন্দি ছবিতে ডেব্যু আগেই হয়েছে, এবার বিশাল ভরদ্বাজের ওয়েবসিরিজে দেখা যাবে টলিউড অভিনেত্রী পাওলি দামকে।
একেবারে তারকাখচিত থ্রিলার সিরিজ। সিরিজের লেখিকা আগাথা ক্রিস্টি। তাঁর উপন্যাস ‘দ্য সিটাফোর্ড মিস্ট্রি’র হিন্দি রূপান্তর আনছেন বিশাল। সিরিজের নাম ‘চার্লি চোপড়া অ্যান্ড দ্য মিস্ট্রি অফ সোলাং ভ্যালি’।
বিশাল ভরদ্বাজের ওয়েব সিরিজ মানেই কিছুটা অন্যরকম, তার ওপরে আবার সাসপেন্স থ্রিলার, সব মিলিয়ে বড় ব্যাপার! পাওলি নিজে এ ব্যাপারে এখনও মুখ না খুললেও বাঙালি দর্শকদের প্রত্যাশা কিন্তু বাড়ছে।
সোনি লিভে আসতে চলেছে সেই ওয়েব সিরিজ!