গত কয়েক দিন ধরেই শিরোনামে পরমব্রত। সদ্য বিয়ে করেছেন। তা নিয়ে চর্চাও কম হয়নি। কিন্তু তিনি সেই সবের ধার ধারেন না! বরং চুটিয়ে কাজ করে চলেছেন একের পর এক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে তাঁর। গুজরাতের রাস্তায় অটো চালাচ্ছেন পরম। যা দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।
কিন্তু কেন?
আসলে আহমেদাবাদে শ্যুটিং করছেন পরমব্রত। টলিউডের গণ্ডি পেরিয়ে শেষ কয়েক বছরে ক্রমে বলিউডেও নিজের জায়গা পোক্ত করে তুলছেন এই অভিনেতা। হুমা কুরেশির সঙ্গে ‘গুলাবি’ ছবিতেও অভিনয় করবেন এবার। সেই ছবির শুটিং-এর সুবাদেই এই তীব্র গরমেও অটো চালাতে হল পরমকে।