সময়টা বেশ ভালই যাচ্ছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)। আরণ্যক, মিথ্যা পরপর দুটো ওয়েবসিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। এবার মুম্বাই ডায়ারিজ সিজন ২ (Mumbai Diaries season 2) তেও দেখা যাবে তাঁকে।
গত বছর সেপ্টেম্বর মাসে প্রথম সিজন এসেছিল 'মুম্বই ডায়ারিজ ২৬/১১' (Mumbai Diaries)। মেডিক্যাল ড্রামার পার্ট টু-তে ডাক্তারের চরিত্রে অভিনয় করবেন পরমব্রত। চরিত্রটি নাকি বেশ চ্যালেঞ্জিং। রবিণা ট্যান্ডন (Raveena Tandon), হুমা কুরেশির (Huma Qureshi) পর এবার কঙ্কনা সেন শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পরম। তবে, বাংলা ছবি কাদম্বিনীতে অবশ্য একসঙ্গে কাজ করেছেন দু'জন।
ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইলেন খরাজ, কিন্তু কেন ?
কঙ্কনার পাশাপাশি সত্যজিৎ দুবে আর প্রকাশ বেলাওয়াডির সঙ্গে তাঁর অধিকাংশ দৃশ্য থাকবে।