জন্মের পর ১০০ দিনেরো বেশি সময় কেটেছে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে, তারপর সুস্থ হয়ে চার মাস পর ঘরে ফিরেছে জুনিয়র প্রিয়াঙ্কা চোপড়া। পোশাকি নাম মালতি মেরি চোপড়া জোনাস। মাতৃদিবসে সেই আনন্দ ভাগ করে নিলেন তারকা দম্পতি নিক-প্রিয়াঙ্কা।। সঙ্গে মেয়ের প্রথম ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। যদিও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি মা-বাবা। ছবিতে মেয়েকে বুকে আগলে রয়েছেন প্রিয়ঙ্কা। পাশে রয়েছেন নিক। সেই পোস্টেই বোন পরিনিতীর কুর্নিশ তার মিমি দিদিকে।
পোস্ট কমেন্টে পরিনীতি, লিখেছেন হাসপাতালে তিনমাস এক জওয়ানকে দেখে গিয়েছেন তিনি, যিনি আসলে সদ্যজাতর মা, প্রিয়াঙ্কা। এ বার একরত্তির দুষ্টুমিকে প্রশ্রয় দেওয়ার সময় এসে গিয়েছে, লিখেছেন পরিনীতি।
গত জানুয়ারি মাসের শেষের নির্দিষ্ট সময়ের ১২ সপ্তাহ আগেই সন্তানের জন্ম দিয়েছিলেন সারোগেট মা। তার ফলে কিছু জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল নিক-প্রিয়াঙ্কার মেয়েকে।