দুবাই থেকে পার্নো ফিরেছিলেন পায়ে চোট নিয়েই। সেই চোট সারার আগেই ফের দেশ ছাড়লেন অভিনেত্রী। এবার উড়ে গেলেন শ্রীলঙ্কা। সঙ্গী এক বান্ধবী এবং হুইল চেয়ার।
পায়ের চোট সারার আগেই এমন তড়িঘড়ি কেন দেশ ছাড়তে হল অভিনেত্রীকে? পার্নো জানিয়েছেন, ঘুরতেই গিয়েছেন তিনি। আগে থেকেই পরিকল্পনা মাফিক সব বুক করা হয়ে গিয়েছিল বলে চোট থাকা সত্ত্বেও বেরিয়ে পড়েছেন ঘুরতে।
CAA: Loksabha: লোকসভার আগেই দেশজুড়ে চালু CAA? সূত্রের দাবিতে শোরগোল
এখন সপ্তাহ খানেক ঘোরার প্ল্যান। ফিরে এসে নতুন কাজ নিয়ে ভাববেন। তবে এ বছরটা অনেক বেশি ঘুরতে চান অভিনেত্রী