নানা বিতর্কিত মন্তব্য করে বছরভর চর্চায় থাকেন অভিনেত্রী পায়েল রোহাতগি (Payal Rahatgi), কিন্তু এবার তিনি চর্চায় সম্পূর্ণ অন্য কারণে। দীর্ঘ দিনের প্রেমিক সংগ্রাম সিং (Sangram Singh)-এর সঙ্গে বিয়ে সারা পায়েলের। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ইতিমধ্যে ভাইরাল।
পায়েল-সংগ্রামের প্রেমের বয়স প্রায় এক যুগ। অবশেষে চার হাত এক হল তাঁদের। বিয়েতে লাল-সাদায় সেজেছিলেন তাঁরা। আগ্রায় বসেছে বিয়ের অনুষ্ঠান। সংগীত সেরেমানিতে পায়েল পরেছিলেন ক্রিম-রঙা লেহেঙ্গা, সঙ্গে ট্র্যাডিশ্যানল গয়না। অন্যদিকে মেরুন রঙের ইন্দো-ওয়েস্টার্ন আউটফিটে ধরা দিলেন সংগ্রাম।
Sara Ali Khan: কার্তিকের সঙ্গে সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য টিভিতে ! করণের উপর বেজায় চটে সারা আলি খান
গত ১২ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন পায়েল ও কুস্তিগীর সংগ্রাম। ২০১৪ সালে বাগদান সেরেছিলেন এই যুগল। একসঙ্গে থাকলেও বিয়ের পর্বটা এতদিন সারেননি। এবার ধুমধাম করে তাও সেরে নিলেন।