ভরা আদালত । কাঠগড়ায় দাঁড়িয়ে তখন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি (Pori Moni) । এক মামলার সাক্ষ্য দিতে গিয়েছিলেন অভিনেত্রী । সকলে তাঁর বক্তব্য শুনছিলেন । কিন্তু, হঠাৎ-ই ভরা আদালতে কান্নায় ভেঙে পড়লেন তিনি । তারপরেই বিচারককে কাতর আর্জি জানালেন পরীমণি (Pori Moni in court) ।
জানা গিয়েছে, দু’বছর আগের ঘটনা ঢাকা ক্লাবকাণ্ডে প্রভাবশালী তিন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ এবং মারধরের অভিযোগের মামলায় সাক্ষ্য দিতে গিয়েছিলেন পরীমণি । কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি ।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পরীমণি আদালতকে বলেন, দু’বছর আগেই সেই ঘটনার কথা মনে প়ড়লে তাঁর শরীর অসুস্থ লাগে । আরও বিপর্যস্ত হয়ে পড়েন ।
আরও পড়ুন, Dev-Subhashree: জোর টক্কর দেব-শুভশ্রীর! একই দিনে বড়পর্দায় 'দুর্গ রহস্য', ওটিটি-তে 'আবার প্রলয়'
এরপরই নায়িকার আইনজীবী পরীমণির বয়ান রেকর্ডের জন্য ক্যামেরা ট্রায়ালের আর্জি জানান । পরীমণির পরিস্থিতি বুঝে তা মঞ্জুর করেন বিচারক । সাক্ষ্য গ্রহণের অন্য দিন ধার্য করা হয় । মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য হয়েছে ২৫ সেপ্টেম্বর ।
উল্লেখ্য, এর আগেও গতবছরের নভেম্বর মাসে সাক্ষ্য দিয়েছিলেন পরীমণি । দুই বছর আগের ঘটনা । ঢাকা ক্লাবকাণ্ডে প্রভাবশালী তিন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ এবং মারধরের অভিযোগ উঠেছিল । তাঁদের বিরুদ্ধে সাভার থানায় অভিযোগ করেছিলেন নায়িকা। নাসির, তুহিন এবং শহিদুল নামে তিন ব্যক্তির বিরুদ্ধে গত বছর আদালতে মামলা করা হয় ।