জীবনের সুবর্ণজয়ন্তীতেই আরও এক সুখবর। কন্যা সন্তানের বাবা হলেন জনপ্রিয় কোরিওগ্রাফার প্রভু দেবা(Prabhu Deva)। তাঁর দ্বিতীয় পত্নী ডা. হিমানি এবং প্রভুদেবার প্রথম সন্তান এটি। প্রথম স্ত্রীয়ের সঙ্গে আরও তিন সন্তান রয়েছে প্রভুদেবার। তবে ২০০৮ সালে তাঁদের এক সন্তান প্রয়াত হন।
৫০ বছরে এসে বাবা হয়ে খুবই আনন্দিত তিনি, পাশাপাশি জানিয়েছেন এবার নিজের কাজের পরিধি কমিয়ে বেশি সময় দিতে চান পরিবারকে।
২০২০ সালে ডা. হিমানিকে বিয়ে করেন প্রভু দেবা। প্রথম স্ত্রী রামলতার সঙ্গে বিচ্ছেদের ৯ বছর পর ফের বিয়ে করার সিদ্ধান্ত নেন কোরিওগ্রাফার পরিচালক।