আর একদিনের মধ্যে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩ (Chandrayaan 3), সে দিকেই তাকিয়ে গোটা দেশ, এরই মাঝে চন্দ্রযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য অভিনেতা প্রকাশ রাজকে (Prakash Raj) আটক করল কর্নাটক পুলিশ।
প্রকাশ রাজের বিরুদ্ধে কর্ণাটকের বাগালকোট জেলার এক থানায় দায়ের হল অভিযোগ। রবিবার নিজের টুইটে জামা ও লুঙ্গি পরা এক চাওয়ালার কার্টুন পোস্ট করেছিলেন প্রকাশ রাজ। চা ঢালতে ঢালতেই তিনি চন্দ্রযানের আপডেট দিচ্ছেন.
Chandrayaan 3: চন্দ্রযান ৩-এর নেপথ্য নায়ক ঋতু শ্রীবাস্তবকে চেনেন? 'রকেট ওম্যান' হিসেবেই পরিচিত তিনি
কার্টুন দেখে অনেকেরই মনে হয় অভিনেতা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করছেন। সেই নিয়ে সমালোচনার ঢেউ উঠতেই পালটা আরও এক পোস্ট করে অভিনেতা জানান, এ তো আর্মস্ট্রং-এর সময়কার একটি জোক। তিনি আরও বলেন নেটিজেনরা যে চাওয়ালার কথাই ভাবুক না কেন, তিনি বলেছেন কেরালার চাওয়ালার কথা।