অসুস্থ পরিচালক নন্দিতা রায়। ইতিমধ্যেই তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন তিনি। তবে, পরিচালক ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি।
শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজিত নতুন ছবি 'ফাটাফাটি'।
শহরের এক প্রেক্ষাগৃহে চলছে ছবির প্রিমিয়ার শো। সকলে উপস্থিত থাকলেও দেখা মেলেনি প্রযোজক নন্দিতা রায়ের। তারপরেই জানা যায়, অসুস্থ হয়ে পড়েছেন তিনি। গায়ে ধুম জ্বর রয়েছে তাঁর।