বলা হয়, তিনিই ইন্ডাস্ট্রি। গত চার দশক ধরে নিজেকে একাধিক চরিত্রের জন্য ভেঙেচুরে দর্শদের উপহার দিয়েছেন তিনি। আজ তাঁর জন্মদিন। তিনি সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chattopadhyay)। আজ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ৬১ বছর বয়সে পা দিলেন তিনি।
জন্মদিনে (Happy Birthday Bumba da) নিজের একটি ছবি পোস্ট করেছেন বার্থ ডে বয় বুম্বা দা। সেই ছবি দেখেই তাঁর বয়স নিয়ে রীতিমতো ধন্দে পড়ে গিয়েছেন অনুরাগীরা। কারণ নতুন এই ছবি দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই ৬১ বছর বয়সে পা দিলেন এভারগ্রিন এই অভিনেতা। বরং মনে হচ্ছে বেশ খানিকটা কমে গিয়েছে তাঁর বয়স।
আরও পড়ুন - পাট করে চুল আঁচড়ানো, হাতে বন্দুক, একটা চোখ সাদা, ভিলেনের লুকে নয়া চমক যিশুর
ছবিতে তাঁর পরনে কালো রঙা টি-শার্ট ও ট্রাউজার। মুখে মিশকালো দাড়ি। চোখে সানগ্লাস। ক্যাপশনে লিখেছেন, 'জীবনযাত্রায় আরও একটি নতুন বছরের সূচনা...।' যে ছবির কমেন্টবক্স উপচে পড়ছে জন্মদিনের শুভেচ্ছায়।