তিনি ইন্ডাস্ট্রি, তাঁর কাছে বয়স কেবলমাত্র একটি সংখ্যা। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) । ফিটনেসে বলিউড তারকাদেরও টক্কর দেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ধীরে ধীরে গড়েপিঠে নিয়েছেন প্রসেনজিৎ।
‘সোয়্যাগ’ কখনোই তাঁর কাছে আউট অফ সিলেবাস নয়। চোখে সানগ্লাস এঁটে, কালো কো-অর্ডে চুলে স্পাইক, একেবারে অন্য লুকে ধরা দিলেন বুম্বা দা। ক্যাপশনে লিখলেন, আজকের টপিক> সোয়্যাগ। ফটোশ্যুটে নানা কায়দায় পোজ দিয়েছেন অভিনেতা।
Karan Johar-Jilam Gupta: করণের প্রোডাকশনে ঝিলামের ডেব্যু, সোশ্যাল মিডিয়া থেকেই বলিউডে উড়ান
উল্লেখ্য, এই মুহূর্তে তাঁকে টলিউডের বটগাছ বললেও ভুল বলা হবে না। চেনা নায়কের ছক ভেঙে গত কয়েক বছর ধরেই নিজেকে নিত্যনতুন চরিত্রে মেলে ধরছেন বুম্বা দা। তাঁর অভিনয় মনে দাগ কেটেছে বাঙালির৷