একথা এক বাক্যে মেনে নেওয়া ছাড়া উপায় নেই, গত কয়েক দশক ধরেই টলিউডের একচেটিয়া ‘ইন্ডাস্ট্রি’ একমাত্র তিনিই। উত্তম কুমার পরবর্তী সময়ে তাঁর একছত্র আধিপত্য টলিউডে। তিনি হলমুখী করেছেন বাংলা ছবির দর্শকদের। তিনি যদি মঞ্চে ফেরেন, মাঠ যে দর্শকে উপচে পড়বে এ আর বলার অপেক্ষা রাখে না।
বর্ধমানের নীলপুরের মাঠে তখন তিল ধারণের জায়গা নেই, মঞ্চে উঠলেন প্রসেনজিৎ। ‘চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে’ পুরনো সেই গানের কলি প্রসেনজিৎ-এর কণ্ঠে শুনে শ্রোতাদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ বলতেই তাঁর সঙ্গে সমস্বরে গলা মেলালেন ভক্তরাও।