ময়দানে ঘোড় সওয়ার দেবী চৌধুরানী। শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় শ্যুটিং শুরু হয়ে গিয়েছে বঙ্কিমের গল্পের। মুখ্য ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আর ভবানী পাঠকের চরিত্রে ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে প্রকাশ্যে এসেছে শ্রাবন্তীর ফার্স্ট লুক, এবার ভবানী পাঠকের চরিত্রে প্রকাশ্যে এল প্রসেনজিৎ-এর ছবি।
অভিনেতা নিজেই ছবি শেয়ার করে জানিয়েছেন, ‘ঐতিহাসিক ভবানী পাঠকের চরিত্রের জন্য প্রস্তুতি চলছে’। অভিনেতার পরনে গেরুয়া বসন, কাঁচা পাকা দাঁড়ি, গলায় রুদ্রাক্ষের মালা কপালে তিলক।
এছাড়াও রঙ্গরাজের ভূমিকায় অর্জুন চক্রবর্তী । রয়েছেন বিবৃতি, কিঞ্জন নন্দ ও সব্যসাচী । সূত্রের খবর অনুযায়ী বীরভূম, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বিহার সহ কলকাতার পার্শ্ববর্তী এলাকায় এই ছবির শুটিং হবে।
উল্লেখ্য, ঠিক ৪৯ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন দেবী চৌধুরানী। ১৯৭৪ সালে বড় পর্দায় প্রথমবার মুক্তি পেয়েছিল দীনেন গুপ্ত পরিচালিত দেবী চৌধুরানী। মুখ্য ভূমিকায় ছিল সুচিত্রা সেন। ৪৯ বছর পর সেই ভূমিকায় এবার শ্রাবন্তী।