রবিবার মুম্বইতে অনুষ্ঠিত হল ২০২২ সালের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার (Dadasaheb Phalke International Film Awards 2022)। তারকাখচিত রাতে ভারতীয় চলচ্চিত্রে অবদান রাখার জন্য পুরস্কৃত হলেন প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীরা।
'ফিল্ম অব দ্য ইয়ার' (Film of the year) বিভাগে জয়ী হল 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: the rise)। সেরা ছবির (Best film in Dadasaheb Phalke International Film Awards 2022) শিরোপা জিতে নিল 'শেরশাহ' (Shershaah)। সেরা অভিনেতার পুরস্কার জিতলেন রণবীর সিং (Ranveer Singh)। সেরা অভিনেত্রী হলেন কৃতি শ্যানন (Kriti shanon)।
আরও পড়ুন: বিশিষ্ট সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
ওয়েব সিরিজের সেরা অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন রবীনা ট্যান্ডন (Raveena Tandon)।
চলচ্চিত্র জগতে অসামান্য অবদান রাখার জন্য পুরস্কৃত (Dadasaheb Phalke International Film Awards 2022) হলেন আশা পারেখ (Asha Parekh)।
সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন সতীশ কৌশিক। সহ-অভিনেত্রী হলেন লারা দত্ত।
সমালোচকদের মতে, সেরা ছবি 'সর্দার উধম' (Sardar Udham)।
সেরা গায়কের পুরস্কার পেলেন বিশাল মিশ্র। সেরা গায়িকা হলেন কনিকা কাপুর।