টলিউডে এবার নতুন 'নন্দন' । ঠিকানা রবীন্দ্রসদন নয় । টালিগঞ্জের বাঙুর হাসপাতালের ঠিক পাশেই রাধা স্টুডিও (Radha Studio) । এবার থেকে সেখানেই দেখা যাবে বাংলা সিনেমা (Bengali Cinema) । শুক্রবার দুপুরে এক ঝাঁক মন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হয় এই সরকারি ছবিঘরের (Cinema Hall) । অন্যান্য বাণিজ্যিক সিনেমা হলের মতোই টিকিট কেটে বছরভর এখানে ছবি দেখা যাবে ।
রাধা স্টুডিওকে সরকারি ছবিঘর হিসাবে উদ্বোধনের ঘোষণা হয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে । খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন । ঘোষণা মতোই শুক্রবার থেকে সরকারি ছবিঘর হিসাবে চালু হল রাধা স্টুডিও । শুক্রবার প্রথম শো ১টায় ছিল দেব ও রুক্মিণী জুটির ছবি ‘কিশমিশ’। তার পর অর্থাৎ ৪টের শোয়ে দেখানো হয় সোহম-প্রিয়াঙ্কার ‘কলকাতার হ্য়ারি’। শেষ ৭টার শোয়ে থাকছে ‘একেনবাবু’। প্রতিদিনই ১টা, ৪টে, ৭টা এই তিনটে শোয়েই দেখানো হবে ছবি । পরে পরিবর্তন হতে পারে সময় । টিকিটের দাম মাত্র ৩০ টাকা । অনলাইন এবং কাউন্টার থেকে অগ্রিম ও কারেন্ট বুকিংয়ের মাধ্যমে টিকিট পাওয়া যাবে । শো-এর আধ ঘণ্টা আগে থেকে মিলবে কারেন্ট টিকিট । নন্দনের মতই বুক মাই শো (Book My Show) অ্যাপ থেকে কাটা যাবে অগ্রিম টিকিট ।
আরও পড়ুন, প্রয়াত 'কর্ণ', হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাচিক শিল্পী পার্থ ঘোষের
টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালের পাশেই রাধা স্টুডিও । বহু স্মৃতিবিজড়িত সেই স্টুডিওকেই চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে বদলে ফেলে সিনেমার সংগ্রহালয় করা হয় । এখানে সিনেমার গবেষণার স্বার্থে, চলচ্চিত্র পড়ুয়াদের প্রশিক্ষণের জন্য তৈরি করা হয় প্রায় দেড়শো আসনের অডিটোরিয়াম । এবার এই অডিটোরিয়ামকেই বদলে ফেলা হল সিনেমাহলে । শীততাপ নিয়ন্ত্রিত, ১৫২ টি আসন বিশিষ্ট এই প্রেক্ষাগৃহটি বাংলার সিনেমাপ্রেমীদের জন্য বড় উপহার বলা যেতে পারে ।