অবশেষে এল সেই দিন, সূত্রের খবর বলছে, ১৩ মে রাঘব চড্ডা-পরিনীতি চোপড়ার বাগদান। ভেন্যু সেজে উঠছে, বাগদানের পোশাকও তৈরি।
শুক্রবার দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউজে এনগেজমেন্ট হওয়ার কথা। বাগদানের অনুষ্ঠানে পরিনীতি পরবেন মণীশ মালোহোত্রার ডিজাইন করা ল্যাহেঙ্গা। রং মিলিয়ে আচকান পরবেন রাঘব, তাঁর মামার ডিজাইন করা।
বিগত দেড় মাসে ডেট-ডিনার ডেট, বিমান বন্দরে বারবার একসঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চড্ডাকে। জীবনের নতুন ইনিংস শুরুর আগে আইপিএল এর ম্যাচ দেখতেও মোহলিতে একইসঙ্গে গিয়েছিলেন রাঘব-পরিনীতি।
সম্পর্ক, বাগদান কিছু নিয়েই মুখ খোলেননি রাঘব-পরিনীতি। তাঁরা নেমন্তন্নটা পাচ্ছেন তো, সাংবাদিকদের এ হেন প্রশ্নে পরিনীতি শুধু লাজুক হেসেছেন।