বাপ-মা মরা মুসলমান মেয়েটার মেয়েটার তিন কূলে কেউ ছিল না। সহায় হয়ে উঠেছিল গ্রামের পুরোহিত দাদা। মুর্শিদাবাদে সুভাষ-সখিনার গল্প একসময় লোকের মুখে মুখে ফিরত। সেই নিয়েই টলিউডে তৈরি হচ্ছে ছবি। সখিনার নাম বদলে হয়েছে 'ফতেমা', ছবির নামও তাই।
ছবির পরিচালক আতিউল ইসলাম। সুভাষ-সখিনার গল্প বরাবর মন ছুঁয়ে যেত পরিচালকের, সেই থেকেই ছবির বিষয় হিসেবে বেছে নেওয়া সেই সত্যিকারের গল্প।
ফতেমার পুরোহিত দাদার চরিত্রে দেখা যাবে রাহুল অরুণোদয়কে, ফতেমার চরিত্রে নবাগতা মুন। ছবিতে দেখা যাবে লাবণী সরকারকেও।