নন্দন তত্ত্ব ঘিরে টলিপাড়া তোলপাড়। প্রকাশ্যে এল দুই পরিচালকের মনোমালিন্য। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukerji) মধ্যে আপাত ভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তিক্ততা তৈরি হল নন্দনকে (Nandan) ঘিরে। দুজনের ছবি মুক্তির দিন এক হলেও, রাজের ছবি 'হাবজি গাবজি' (Habji Gabji) শো টাইম পেলেও শহরের অন্যতম জনপ্রিয় সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে জায়গা পায়নি সৃজিতের বহু আলোচিত ছবি x= প্রেম (X= prem)। আর সে কারণেই নাম না করে রাজের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন সৃজিত।
ফেসবুক পোস্ট করে সৃজিত লেখেন একই দিনে মুক্তি পেতে চলা দুটি ছবির জন্য নন্দন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছিল। নিয়ম মানা হলে একই সঙ্গে দুটি ছবিরই নন্দনে শো টাইম পাওয়ার কথা, অথবা কোনওটারই পাওয়ার কথা নয়। কিন্তু এ ক্ষেত্রে ৩ জুন মুক্তি পেতে চলা হাবজি গাবজি-ই শুধু জায়গা পেয়েছে।
ট্রেলারেই জমল রহস্য, জুনের মাঝামাঝি হইচইতে ফেলুদার বেশে টোটা
এর প্রেক্ষিতে পরিচালক রাজো নিজের ফেসবুকে লেখেন অযথা বিতর্ক তৈরি করে লাভ হবে না। পাল্টা ফের একটি পোস্ট করেন সৃজিত। সরকারি পদে থাকার দরুণ রাজের ছবি নন্দনে জায়গা পেয়েছে, এমন ইঙ্গিত ছিল সেই পোস্টে।
অন্যদিকে সংবাদমাধ্যমের কাছে রাজ বলেছেন, অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে, সৃজিতের ছবির প্রসঙ্গে রাজের মত, শুধু নন্দন নয়, কোনও সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহেই ছবিটি মুক্তি পায়নি, তার দায় রাজের নয়। প্রসঙ্গত, হাবজি গাবজি প্রথম সপ্তাহে প্রায় আশিটি হলে দেখানো হবে।
সাম্প্রতিক অতীতে অনীক দত্তের অপরাজিত ছবিটিও নন্দনে প্রদর্শিত না হওয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। সরকারের ঘনিষ্ঠ হলে তবেই তাঁদের ছবি নন্দনে জায়গা পাচ্ছে, এমন সম্ভাবনার কথা উঠে আসছে বারবার।