কথায় আছে যা রটে তার কিছু তো বটে! বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন চলছে রাজদীপ গুপ্ত ও তণ্বী লাহা রায়কে নিয়ে । সম্প্রতি, তণ্বীর জন্মদিনে রাজদীপ একগুচ্ছ আদুরে মাখা ছবি পোস্ট করে প্রেমের জল্পনা উস্কে দিয়েছিলেন । কিন্তু, রাজদীপ জানিয়েছিলেন, তিনি প্রেম করছেন না । কিন্তু, গনেশ চতুর্থীতে মিলল সুসংবাদ । বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজদীপ ও তণ্বী নাকি চুটিয়ে প্রেম করছেন । গনেশ পুজো কাটিয়েছেন একসঙ্গে । সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তণ্বী ।
তণ্বী ইনস্টগ্রামে তিনটি ছবি শেয়ার করেছেন । কোনও ছবিতে গনেশ মূর্তির সামনে দেখা গেল রাজদীপ ও তণ্বীকে । কোনও ছবিতে আবার তাঁদের মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দী হয়েছে । তণ্বী পরেছিলেন সি গ্রিন রঙের শাড়ি । চুল খোলা, হালকা মেক-আপে নজর কেড়েছেন নায়িকা । অন্যদিকে, পাঞ্জাবিতে দেখা গেল রাজদীপকে । ছবি শেয়ার করে তণ্বী ক্যাপশনে লিখেছেন, 'লাড্ডু ভালবাসি' । এই থবি প্রকাশ্যে আসতেই আরও একবার দু'জনের প্রেমের জল্পনা শুরু হয়েছে । কমেন্টবক্স শুভেচ্ছায় ভরে গিয়েছে । যদিও, সম্পর্কের বিষয়ে এখনও মুখ খোলেননি রাজদীপ বা তণ্বী কেউই ।
উল্লখ্য, তন্বীর জন্মদিনে রাজদীপের পোস্ট বেশ ভাইরাল হয় । রাজদীপ একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছিলেন, 'আচ্ছা ঠিক আছে… আজকের দিনটা তোমার… আর আগামীকাল ও তার পরের দিনও তোমার… এমন একটা দিন কাটাও যা ভালোবাসা, হাসি আর আনন্দে পরিপূর্ণ, যা তোমাকে খুশি রাখে। আজকের দিনটাও খুশি থাকো, বাদবাকি দিনগুলোও। হ্যাপি বার্থ ডে এইচ এস।'
রাজদীপ গুপ্তর সঙ্গে এর আগে টেলি নায়িকা জেসমিন রায়ের সম্পর্কের গুঞ্জন ছিল । অন্যদিকে ত্বনীর সঙ্গে কোরিওগ্রাফার স্যান্ডির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল । শোনা যাচ্ছে, সেসব এখন অতীত । রাজদীপ এখন তণ্বীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন । উল্লেখ্য, 'বাক্স বদল' ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল রাজদীপ ও তণ্বীকে । সেই থেকে দু'জনের বন্ধুত্ব বলে জানা গিয়েছে ।