চার ছেলে-মেয়েকে নিয়ে কৈলাশে ফিরেছে উমা । আর তারই সঙ্গে শুরু হয়ে গেল পরের বছরের জন্য অপেক্ষা । সে অপেক্ষা তো একদিন ফুরোবেই । কিন্তু, অভিনেতা রাজদীপের অপেক্ষা বোধহয় ফুরাবে না কোনওদিন । মাথায় সেই আদরের পরশ, শান্তির কোল...আর কোনওদিন অনুভব করতে পারবেন না । শুধু থেকে যাবে কিছু স্মৃতি । সেই স্মৃতি আঁকড়েই এবার দশমী কাটালেন রাজদীপ ।
মে মাসেই মা-কে হারিয়েছেন রাজদীপ । এবার পুজো কেটেছে তাঁকে ছা়ড়া । বিজয়া দশমীর দিন যখন সবাই সিঁদুর খেলতে ব্যস্ত, তখন সিঁদুরে মাখা মায়ের একটি ছবি পোস্ট করেন রাজদীপ । লেখেন, মন ছুঁয়ে যাওয়া কটা শব্দ । লিখলেন, "আমার মনে পড়ছে যখন আমরা একে অপরের হাত ধরেছিলাম তখন যে ভালবাসার বিচ্ছুরণ ঘটেছিল তা অসাধারণ।" দশমীর দিন কোনও এক সময় মায়ের এই ছবিটা ক্যামেরাবন্দী করেছিলেন । সেই বিশেষ মুহূর্তই শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায় ।
জানা গিয়েছে, স্তন ক্যানসারে ভুগছিলেন রাজদীপের মা। অস্ত্রোপচার হয়, সেরেও ওঠেন । কিন্তু, গত ফেব্রুয়ারি মাসেই ফের বাসা বাঁধে মারণরোগ । তার পর লড়াই করেও শেষরক্ষা হয়নি ।