ট্রেলার লঞ্চ হওয়ার পর থেকেই বেশ সাড়া ফেলেছে রাজকুমার রাও সানিয়া মালহোত্রার 'হিট: দ্য ফার্স্ট কেস' (HIT: The First Case)। 'সাসপেন্স থ্রিলার (suspense thriller) ঘরানার ছবি নিয়ে উৎসাহের শেষ নেই অনুরাগী মহলে। তারই মাঝে কলকাতায় (Kolkata) ঘুরে গেলেন ।
ছবির প্রচারে কলকাতায় হাজির শহরের জামাই রাজকুমার রাও। নিজের পরবর্তী ছবির প্রচারও শুরু করলেন এই কলকাতার বুক থেকেই।
Anupam Roy music video: সৌরসেনী, কল্পনা, না বাস্তব? ঘোর কেটেছে অনুপম রায়ের?
ডক্টর শৈলেশ কোলানু পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার, দিল রাজু, কৃষণ কুমার, কুলদীপ রাঠৌর। রাজকুমার-সানিয়া অভিনীত ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৫ জুলাই ২০২২।