তিনি থালাইভা! তাঁর ভক্ত আসমুদ্র হিমাচল, কিন্তু সুদূর জাপান থেকে এ দেশে ছুটে আসা শুধু রজনীকান্তের (Rajnikanth) সিনেমা দেখতে? হ্যাঁ সত্যিই এমনটা ঘটেছে।
রজনীকান্তের নতুন সিনেমা দেখতে সুদূর জাপান থেকে চেন্নাই চলে এসেছে তাঁর জাপানি অনুরাগীরা! বৃহস্পতিবার রিলিজ করেছে দক্ষিণের সুপারস্টারের নতুন সিনেমা 'জেলার'। পিটিআই-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জাপানের বাসিন্দা ইয়াসুদা হিদেতোসি এবং তাঁর স্ত্রী রজনীর ছবি দেওয়া টি শার্ট পরে রয়েছেন। ইয়াসুদা জাপানের রজনীকান্ত ফ্যান ক্লাবের হোতা। গত ২০ বছর ধরে রজনীর একনিষ্ঠ ভক্ত তিনি৷ তাঁর সিনেমার সংলাপ ঠোঁটোস্থ। এর আগেও দরবার এবং কাবালিতে গিয়ে রজনীর ছবি দেখেছেন।
চেন্নাই, বেঙ্গালুরু, কেরলের রজনী ভক্তরাও জেলার নিয়ে উচ্ছ্বসিত। বিভিন্ন শহরে ফুলে মালায় সাজানো হয়েছে সুপারস্টারের ছবি৷ দু'বছর পর বড় পর্দায় ফিরছেন রজনী।