প্রথমবার পুজোতে ছবি মুক্তি টলিউডের জনপ্রিয় পরিচালকদ্বয় শিবপ্রসাদ এবং নন্দিতার। স্টারকাস্টে ভরপুর এই ছবির টিজার দেখেই কৌতূহল বেড়েছিল দর্শকদের। মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় অভিনীত পাওয়ারপ্যাক অ্যাকশনে মোড়া রক্তবীজের ট্রেলার এল প্রকাশ্যে। রাষ্ট্রপতির চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। ২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। SP বর্ধমান সংযুক্ত মিত্রের ভূমিকায় মিমি।
Prosenjit Chatterjee Birthday : কে বলবে ৬১! হ্যাপি বার্থ ডে বুম্বাদা
২০১৪ সালে দিল্লির মসনদে যখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সেই পাঁচ বছরের সময়কালে বাঙালি রাষ্ট্রপতির কলমে বর্ণিত হয়েছে একাধিক ঘটনা। যার অন্যতম দুর্গাষ্টমীর দিন ঘটে যাওয়া খাগড়াগড় বিস্ফোরণ। ট্রেলারেই পরিচালকদ্বয় বুঝিয়ে দিলেন একেবারে অন্য ঘরানার ছবি আনতে চলেছেন তাঁরা। ছবি মুক্তি পাবে আগামী ১৯ শে অক্টোবর।