বান্ড্রায় তৈরি হচ্ছে কাপুরদের বিলাসবহুল ফ্ল্যাট। ইতিমধ্যে বেশ কয়েকবার রণবীর-আলিয়া-নিতু কাপুরদের দেখা গিয়েছে সেই ফ্ল্যাটের আশেপাশে। তবে না, তিনজনের কারোর নামেই সেই ফ্ল্যাট নাকি থাকবে না। ছোট্ট রাহার নামেই লিখে দেওয়া হবে ২৫০ কোটির ফ্ল্যাট। মাত্র এক বছরের খুদের আড়াইশ কোটির বাড়ি! দেশের আর কোনও স্টার কিডের বোধহয় তেমনটা নেই।
দামের নিরিখে শাহরুখের মন্নত বা বচ্চনদের জলসাকে ছাপিয়ে গেছে কাপুরদের ফ্ল্যাট। শোনা যাচ্ছে, রণবীর-আলিয়া, মিয়া বিবির দুজনেই নাকি সমপরিমাণ টাকা ঢালছেন তাঁদের স্বপ্নের বাড়ির পেছনে। তবে এই ফ্ল্যাট ছাড়াও রণবীর আলিয়ার মুম্বইয়ের ব্যান্ড্রাতেই আরও চারখানা ফ্ল্যাট রয়েছে।
Abhishek Banerjee: মমতা কী দিয়েছেন, কী দেননি মোদী, বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে বললেন অভিষেক
বিলাসবহুল ফ্ল্যাটটি তৈরি হয়ে গেলে রাহা-রণবীর-আলিয়া-নিতু এক ছাদের তলায় থাকতে শুরু করবেন বলেই খবর।