২ বছর বাদে বড় পর্দায় ফিরলেন রানি মুখোপাধ্যায়। তাঁর ছবি 'মিসেস চ্যাটা্র্জি ভার্সেস নরওয়ে' ইতিমধ্যেই যথেষ্ট আনুকূল্য পেয়েছে বক্স-অফিসের। এবার নিজের জন্মদিন উপলক্ষে কামাখ্যায় পুজো দিতেও যান তিনি। এবার ছবির সাফল্যের জন্য বাংলাকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী। গত সপ্তাহে মুক্তি পাওয়া অসীমা ছিব্বর পরিচালিত এই ছবি এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে ৮ কোটি ৪২ লক্ষ টাকার ব্যবসা করেছে। ছবিতে রানির স্বামীর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ও দর্শকদের পছন্দ হয়েছে।
নিজের জন্মদিনে বাংলার মানুষদের উদ্দেশে বার্তায় রানি বলেন, ‘‘একজন বাঙালি হিসেবে আমি গর্বিত। পশ্চিমবঙ্গের মানুষ সব সময় আমার এবং আমার ছবির পাশে দাঁড়িয়েছেন। আমি তাঁদের কাছে অশেষ কৃতজ্ঞ।’’