ডেলিভারির ডেট শোনা হচ্ছিল ২৮ সেপ্টেম্বর, কিন্তু অপেক্ষা আর অত দিনের রইল না। গণেশ চতুর্থীর পরের দিনেই মা হলেন দীপিকা পাড়ুকোন। রবিবার কন্যা সন্তানের জন্ম দিলেন দীপিকা। রণদীপের ঘরে জন্ম নিল ফুটফুটে রাজকন্যে।
গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ‘বাজিরাও আর মাস্তানি’ । সবুজ শাড়িতে, খালি পায়ে হেঁটে দেব দর্শন করে যাওয়ার পরের দিনেই হাসপাতালে ভর্তি হন দীপিকা। আর রবিবারেই এল সুখবর।
এখনও দীপিকাদের তরফে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি। খুদে আসার আগেই একেবারে শাহরুখ খানের মন্নতের পাশে, ১০০ কোটির একটি নতুন বাংলো সাজিয়ে ফেলেছেন দম্পতি। সদ্যোজাতকে নিয়েই ওই বাড়িতেই ওঠার কথা রণবীর দীপিকার।