ডন থ্রি-তে (Don 3) শাহরুখ (Shah Rukh Khan) থাকছেন না, তা মঙ্গলবারই স্পষ্ট করে দিয়েছিলেন ফারহান আখতার (Farhan Akhter) । জানিয়েছিলেন ডন-এর ঐতিহ্য এগিয়ে নিয়ে যাবেন এক বিখ্যাত অভিনেতা । কে তিনি ? বহুদিন ধরেই রণবীর সিং-কে নিয়ে জল্পনা চলছিল । সেই জল্পনা সত্যি হল । ২০২৫-এর নতুন ডন হচ্ছেন রণবীর সিং (Ranveer Singh) । প্রকাশ্যে এল টিজার । ঝলক মিলল নতুন ডনের ।
টিজারের প্রথমেই দেখ গেল রণবীরকে । কোনও এক উঁচু বিল্ডিংয়ে ক্যামেরার দিকে পিছন করে বসে আছেন । বন্দুক, গুলির শব্দ, সেই কালো চশমা, ব্যাকগ্রাউন্ডে নতুন যুগের নতুন ডনের ডায়লগ । টিজারের একেবারে শেষে নতুন ডনের লুকে দেখা গেল রণবীরকে । বলা যেতে পারে, প্রথম ঝলকেই কিন্তু বাজিমাত করলেন রণবীর সিং । তবে, শাহরুখের জায়গায় ডন রণবীরকে কতটা মেনে নিতে পারেন, দর্শকরা, তা সময়ই বলবে ।
আরও পড়ুন, Koel Mallick: দেবীপক্ষের শুরুতেই দুর্গা রূপে আসছেন কোয়েল মল্লিক, চোখ রাখুন স্টার জলসায়
মঙ্গলবার ফারহান একটি বিবৃতিতে জানান, ১৯৭৮ সালে ডন চরিত্রটি তৈরি করেছিলেন সেলিম-জাভেদ। অত্যন্ত দক্ষতার সঙ্গে চরিত্রটা ফুটিয়ে তুলেছিলেন অমিতাভ বচ্চন । ২০০৬ সালে চরিত্রে নতুনভাবে প্রাণ সঞ্চার করেন শাহরুখ খান । কিং খানের সঙ্গে ডন ছবি তাঁর মনের খুব কাছের, অভিজ্ঞতা খুব ভাল, যা সবসময় তাঁর মনে থাকবে ।
ফারহান এরপর লেখেন নতুন ডনের কথা । তিনি লেখেন, “এবার ‘ডন’-এর ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গিয়েছে আর এই জন্যই নতুন কাহিনিতে আমার পছন্দের অত্যন্ত প্রতিভাশালী ও দারুণ একজন অভিনেতা থাকছেন। আশা করব আপনারা তাঁকেও মিস্টার বচ্চন ও শাহরুখ খানের মতো ভালবাসা দেবেন।” ২০২৫-এ মুক্তি পাবে সিনেমা ।