প্রয়াত 'কর্ণ-কুন্তী সংবাদ'-এর কর্ণ খ্যাত পার্থ ঘোষ (Partha Ghosh) । বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । গলায় অস্ত্রোপচার হয়েছিল । শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই বিখ্যাত বাচিক শিল্পী (Recitation Artist Partha Ghosh Passes Away) । তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ ঘোষ । গলায় অস্ত্রোপচারের পর সুস্থই ছিলেন । কিন্তু, শনিবার ভোরে হঠাৎই হৃগরোগে আক্রান্ত হন । সেখানেই সকাল ৭টা ৩৫ মিনিটে মৃত্যু হয় পার্থ ঘোষের । হাসপাতাল থেকে দমদমের বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। এরপর নিমতলা শ্মশানে নিয়ে যাওয়া হবে । সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর ।
আরও পড়ুন, Ambarish-Amitabh: দুজনের পরনেই রাতপোশাক! অমিতাভ বচ্চনের সঙ্গে এক ফ্রেমে বাংলার অম্বরিশ! কী ব্যাপার?
২০২১ সালের ২৬ অগাস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী বাচিকশিল্পী গৌরী ঘোষের । এবার চলে গেলেন পার্থ ঘোষ । রেডিওয় উপস্থাপক হিসেবে পেশাজীবন শুরু হয় দম্পতির । দীর্ঘ দিন তাঁরা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন । এক সময় পার্থ ঘোষ এবং গৌরী ঘোষের ‘কর্ণ-কুন্তী সংবাদ’ জনপ্রিয়তা অর্জন করেছিল । সে সময় গৌরী ছিলেন কুন্তীর ভূমিকায় এবং কর্ণের ভূমিকায় পার্থ । এখন কুন্তী-কর্ণ কেউই নেই । কুন্তী আগেই প্রয়াত হয়েছিলেন । বাচিক শিল্পজগৎ অন্ধকার করে এবার কর্ণও চলে গেলেন না ফেরার দেশে ।