RG Kar-Kanchan Mallick: তারকাদের 'সরকারি পুরুস্কার' নিয়ে বেফাঁস কাঞ্চন মল্লিক, বন্ধুকে 'ত্যাগ' সুদীপ্তার

Updated : Sep 02, 2024 09:51
|
Editorji News Desk

আরজি কর কাণ্ডে যারা রাজ্য সরকারকে দুষছেন, তাঁরা কি সরকারি পুরস্কার ফিরিয়ে দেবেন, প্রশ্ন ছুঁড়েই বিপাকে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। এবার 'বন্ধু'কে ত্যাগ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদিপ্তা চক্রবর্তী। ফেসবুক পোস্টে কাঞ্চনের মন্তব্যের সমালোচনা করলেন অভিনেতা সুজন মুখোপাধ্যায়ও। 

কোন্নগরে মহিলা তৃণমূলের ধর্নায় এসে উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা বলেন, সব প্রতিবাদে সিজিও অভিযান না হয়ে নবান্ন অভিযান, লালবাজার অভিযান হচ্ছে কেন? আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের দিকে আঙুল তোলা তারকাদের উদ্দেশে কাঞ্চন প্রশ্ন ছুড়ে দেন, যারা প্রতিবাদ করছেন, তাঁরা সরকারি পুরস্কার ফিরিয়ে দেবেন তো? চিকিৎসকদের কর্মবিরতি নিয়েও একই রকমের প্রশ্ন কাঞ্চনের, তাঁরা বেতন নেবেন তো?

আরজি কর কাণ্ডে বিচার চেয়ে সাধারণ মানুষের প্রতিবাদ জোরালো হচ্ছে ক্রমশ। প্রতিবাদী মিছিলে নাগরিকদের সঙ্গে পা মেলাচ্ছেন একাধিক তারকারা। সুদিপ্তা চক্রবর্তী তাঁদের মধ্যে অন্যতম। ১৪ অগাস্টে রাত দখলের কর্মসূচির অংশ ছিলেন সুদিপ্তা, ১ সেপ্টেম্বরের মহামিছিলেও সক্রিয় অংশ নিয়েছিলেন তিনি। একসময়ের বন্ধু, সহকর্মী কাঞ্চন মল্লিকের এই বিতর্কিত মন্তব্য নিয়ে ফেসবুকে সরাসরিই তীব্র সমালোচনা করলেন সুদীপ্তা, জানিয়ে দিলেন বন্ধুকে তিনি 'ত্যাগ' করছেন। কাঞ্চন মনুষ্যত্ব, বুদ্ধি, বিবেক, শিক্ষা হারিয়েছেন বলেও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। 

সরকারি পুরস্কার নিলেই সরকারকে প্রশ্ন করা যাবে না, এরকম শর্ত থাকে নাকি, পালটা প্রশ্ন ছুড়ে দেন সুদীপ্তা। 

অভিনেতা সুজন মুখোপাধ্যায়ও কাঞ্চনের মন্তব্যের সমালোচনা করে পোস্ট দিলেন সোশ্যাল মিডিয়ায়। সরকারি পুরস্কার কি সরকারি সম্পত্তি, প্রশ্ন রাখেন সুজন। 

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বাংলাজুড়েই প্রতিবাদ কার্যত গণআন্দোলনের চেহারা নিয়েছে। দিন যত এগোচ্ছে, বিচারের দাবিতে দীর্ঘ হচ্ছে মিছিল। ১ সেপ্টেম্বর, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে পা মিলিয়েছেন কয়েক হাজার মানুষ। প্রতিবাদের মুখ হিসেবে মিছিলে দেখা গিয়েছে টলিপাড়ার অনেক চেনা মুখেদের। রবিবার ধর্মতলায় রাতভর ধর্নাও দেন তাঁরা। 

 

sudipta chakraborty

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaadan : 'ব্যোমকেশ নাকি চ্যালেঞ্জ' কোন দেবের প্রেমে দর্শক ? ঘুরে দেখল এডিটরজি বাংলা

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা