একটা বছরে কত কী না পাওয়া থেকে যায়, তবুও কত মুহূর্ত জমে স্মৃতির থলেতে। আর সেই সব মুহূর্ত নিয়েই শুরু হয় আরও একটা নতুন বছর। না পাওয়া গুলোকে বিয়োগ করলে, পাওয়ার সংখ্যাটা কিন্তু কম নয়।
শেষ হয়ে গেল একটা গোটা বছর। এই একটা বছরে কত কীই না সাক্ষী হয়ে থাকল সবার জীবনে। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও এর অন্যথা নন। তাই বছর শেষে একটি বার স্মৃতির পাতা উল্টে ঋতাভরীও ফিরে দেখলেন ২০২৩ সালটা।
সোশ্যাল মিডিয়ায় গোটা দশেক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
সারা বছরটা যা নিয়ে সাজানো :
প্রথম ছবি ক্যালেন্ডার শ্যুটের , দ্বিতীয় ছবিতে জুহি চাওয়লার সঙ্গে কেকেআরের খেলা দেখতে যাওয়ার মুহূর্ত , তৃতীয় ছবিতে জন্মদিনের থালা। বেভারলি হিলস সেলফি, পরের ছবিটি তাঁর ফাটাফাটি ছবি সুপারহিট হওয়ার কেকের ছবি। এছাড়াও দিদির বিয়ের ছবি , নন্দিনীর পোস্টার এমন নানা স্মৃতির টুকরোতে সাজিয়ে একটি Album সাজিয়েছেন ঋতাভরী চক্রবর্তী।