Ritabhari Chakraborty: নামী প্রযোজক প্রকাশ্যে শরীর স্পর্শ করেছে, বিস্ফোরক ঋতাভরী

Updated : Sep 28, 2024 07:16
|
Editorji News Desk

টলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলছেন অনেকেই। সম্প্রতি অরিন্দম শীলের বিরুদ্ধে এই অভিযোগে পরিচালককে সাসপেন্ড করেছে ডিরেক্টর্স গিল্ড। এবার নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। টলিউডের নামী প্রযোজক অনুমতি ছাড়াই প্রকাশ্যে গায়ে হাত দিয়েছিলেন অভিনেত্রীর। 

আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ঋতাভরী জানিয়েছেন, তিনি নিজেও ভিক্টিম। অভিনয় জীবনের শুরুতেই ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল ইন্ডাস্ট্রিতে 'ঠোঁটকাটা' হিসেবে পরিচিত ঋতাভরীর। প্রকাশ্যেই গায়ে হাত দিয়েছিলেন টলিপাড়ার নামী এক প্রযোজক। এবং সেই সময়ে মুখ খুলতে পারেননি। যৌন হেনস্থার শিকার হওয়া আর ৫ জন মেয়ের মতোই মানসিক অবস্থা হয়েছিল অভিনেত্রীর। প্রথম প্রথম মনে হত, তাঁর সঙ্গে এটা হল, হয়তো তাঁরই দোষ। তবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন ঋতাভরী। এখন ইন্ডাস্ট্রিতে 'প্রতিবাদী' হিসেবে রীতিমতো নাম রয়েছে তাঁর। টলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খোলা অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে তিনি। এবার প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন  ঋতাভরী। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন, নবান্নে তিনি, কোনও রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হতে যাননি। 

মুখ্যমন্ত্রীর কাছে অভিনেত্রী আর্জি ছিল, এবার টলিপাড়ায় যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখার জন্য দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির হেমা কমিটির অনুকরণে বাংলায় কোনও কমিটি গড়ে উঠুক। রাজ্যের মুখ্যমন্ত্রী এই আর্জিতে সাড়া দিয়েছেন। ঋতাভরী পরামর্শ দিয়েছেন, কমিটিতে রাজনীতি এবং বিনোদন জগতের বাইরের ৫ জনকে রাখার। তাতে রাজি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সম্প্রতি, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের যৌন হেনস্থা সংক্রান্ত একগুচ্ছ তদন্তের ব্যাপারে গঠিত হয়েছে হেমা কমিটি। মালায়ালাম ছবিতে কাজ করার সুবাদে, সেই নিয়ে ওয়াকিবহাল ছিলেন ঋতাভরী। হেমা কমিটির আদলে টলিউডে সরকারি হস্তক্ষেপেই কোনও কমিটি গঠিত হোক, আবেদন করেন অভিনেত্রী। 

 

হালে টলিপাড়ার অভিনেত্রী প্রযোজক এনা সাহা জানিয়েছেন, দশ বছর আগে তাঁকেও গাড়িতে তুলে 'কুপ্রস্তাব' দেওয়া হয়েছিল, রাজি না হওয়ায় মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়েও দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব এসেছিল টালিগঞ্জের কোনও এক প্রযোজকের কাছ থেকে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই পরে নিজে প্রযোজনায় আসেন এনা। 

টলিউডের একেবারে প্রথম সারির পরিচালক অরিন্দম শীলকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড করার খবরে কোনও রাখঢাক নয়া করেই উচ্ছ্বাস প্রকশ করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জানিয়েছেন, ২০ বছর ধরে এরই অপেক্ষায় ছিলেন তিনি।  

দিন কয়েক আগে এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে দৃশ্য বোঝানোর নাম করে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হন। তার জেরেই ‘ডিরেক্টর্স গিল্ড’  সাসপেন্ড করল পরিচালককে। অরিন্দম জানিয়েছেন, ডিরেক্টর্স গিল্ড তাঁর সঙ্গে কোনও কথা বলেনি। পরিচালকের দবি, মে মাসেই তাঁর আগামী ছবির শুটিং হচ্ছিল। নায়ক নায়িকার চুম্বন দৃশ্য বোঝাতে গিয়ে তাঁর মুখ অভিনেত্রীর গাল ছুঁয়ে যায়।

গত কয়েক বছরে, রূপাঞ্জনা মিত্র সহ একাধিক অভিনেত্রী বিভিন্ন সময়  অরিন্দমের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। প্রতিবারই পরিচালক সেই সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এ বার 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া'র পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হচ্ছে। 

Ritabhari Chakraborty

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaadan : 'ব্যোমকেশ নাকি চ্যালেঞ্জ' কোন দেবের প্রেমে দর্শক ? ঘুরে দেখল এডিটরজি বাংলা

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা