৩৬-২৪-৩৬-
নারী শরীরে সৌন্দর্যের সেই চিরকালীন সংজ্ঞা, একবিংশ শতকেও যা থেকে বেরিয়ে আসতে হাজার বাধা, হাজার প্রতিকূলতা।
পিতৃতান্ত্রিক সমাজ এখনও ঠিক করে দেয়, হাড়ের ওপর কতটুকু চর্বি জমবে, কতোটা ঝেরে ফেলতে হবে। চেনা এই ছককেই প্রশ্ন করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। নারী দিবসেই প্রকাশ্যে এল তাঁর নতুন ছবি ‘ফাটাফাটি’-র টিজার!
উইনডোজ এন্টারটেইনমেন্টের (Windows Entertainment) এই ছবিতে জুটি বেঁধেছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও ঋতাভরী চক্রবর্তী। এক প্লাস সাইজ মডেলের গল্প বলবে এই সিনেমা।
গতবছর এক বিজ্ঞাপনে তাঁর লুক নিয়ে নানা কথা শুনতে হয়েছিল তাঁকে। বডিশেমিং-এর শিকার হয়েছিলেন তিনি। অভিনেত্রীর ওজন কেন বাড়ল, তাই-ই ছিল সমালোচনার কেন্দ্রে। নিন্দুকদের মুখের ওপর জবাব দিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন দুটো সার্জারির পর কেমন চেহারা আশা করেন?