দুর্গাদালানেই বসে কাটানো একটা রাত। তাতে ক্রমাগত অতীত আর বর্তমানের সঙ্গে বোঝাপড়া। রঞ্জন ঘোষ (Ranjan Ghosh) পরিচালিত 'মহিষাসুরমর্দ্দিণী' ছবির ট্রেলারের পরতে পরতে ফুটে উঠল রহস্য আর পরিস্থিতির টানাপোড়েনের গল্প। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছিল রঞ্জন ঘোষের এই ছবি। এছাড়াও নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ছবিটি।
Jhulan Goswami-Subhashree Ganguly: শীতের শহরে ম্যারাথন দৌড়! প্রচারের মুখ ঝুলন-শুভশ্রী
যুগ যুগ ধরে যে অন্যায় নারীদের সঙ্গে হয়ে আসছে, সেই গল্পই বলেছে 'মহিষাসুরমর্দ্দিণী'। গোটা ছবিটি মাত্র একটি লোকেশনের সেটে শ্যুট করা হয়েছে এবং এটি একটি রাতের গল্প। এই ছবির সৌজন্যেই প্রথমবার পর্দা ভাগ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত বন্দ্যোপাধ্যায়।
২৫ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে মহিষাসুরমর্দিণী। ওই দিনটি সারা বিশ্বজুড়েই নারীদের প্রতি ঘটা হিংসার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার দিন।