রান্নাঘরের রানি সুদীপা চট্টোপাধ্যায় এবং তার স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে মহা সমারোহে ধুমধাম করে হয় দুর্গা পুজো৷ পুজোর এই ৫টা দিন আর অন্য কোনও কাজ নয়, বাড়ির পুজোতে নিজে হাতেই সমস্তটা সারেন অগ্নি-সুদীপা। তার উপর তাদের একমাত্র পুত্র ছোট্ট আদিদেবও পুজোর কটা দিন একেবারে মাতিয়ে রেখেছিল। এই পুজোয় উপস্থিত হন টলিউডের সব তাবড় তাবড় সেলেবরা।
অষ্টমীর দিন সুদীপার বাড়িতে এসেছিলেন বুম্বা দা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুজোয় ছোট্ট আদি দেবের সঙ্গে জমিয়ে ঢাক বাজাতে দেখা গিয়েছিল তাকে। নবমীতেও সুদীপার বাড়িতে যেন বসে গেল চাঁদের হাট। নবমী নিশিতে তার বাড়িতে এসেছিল রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে তাদের একটি মাত্র ছেলে ইউভান৷ সুদীপা পুত্র আদিদেবের সঙ্গে যদিও খেলাতেই মত্ত ছিলেন তিনি৷
বাড়ির পুজোয় সুদীপা নিজেই যেন দশভূজা। একের পর এক আত্মীয় আপ্যায়ন, পুজোর জোগাড়, সঙ্গে জমিয়ে সাজ কোনওটাই বাদ দেন না সুদীপা। প্রতি বছরই বালিগঞ্জের অভিজাত অঞ্চলে এই পুজো হয়ে থাকে। তার বাড়ির পুজোয় এবার নেমেছিল তারকাদের ঢল।