ওটিটি-র যুগে নতুন সংযোজন । অডিও ওটিটি । আর পাঁচটা ওটিটি মাধ্যমের মতোই কন্টেন্ট থাকবে । তবে, সেখানেও রয়েছে চমক । ঋত্বিক চক্রবর্তী, অপরাজিতা আঢ্য়কে নিয়ে তোমার রেডিও-র ট্রেলার প্রকাশ্যে এসেছিল গত বছর, এটা সেই অডিও ওটিটিরই ঝলক বলে জানা গেল । শ্রোতাদের জন্য এই বিশেষ উদ্যোগ নিলেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য ও ঋত্বিক ।
'তোমার রেডিও'-র পিছনে কী ভাবনা রয়েছে, সেই বিষয়ে আনন্দবাজারকে জানিয়েছেন প্রদীপ্ত এবং ঋত্বিক । তাঁদের কথায়, ওটিটি প্ল্যাফর্মের পাশাপাশি ‘অডিয়ো বুক’ এবং ‘পডকাস্ট’ জনপ্রিয় হচ্ছে । আর এই দুইয়ের মিশেলে তৈরি হয়েছে অডিও ওটিটি । তাঁরা জানিয়েছেন, গল্প থাকবে, তবে সবটাই শব্দের খেলা।
প্রদীপ্ত জানিয়েছেন, ধ্রুপদী সাহিত্য থেকে কিছু ছোট গল্প বেছে নিয়ে যাত্রা শুরু হচ্ছে । পরে সেখানে ইন্টারভিউ,অডিয়ো সিরিজ়, পডকাস্টও থাকবে। প্রদীপ্ত জানালেন, প্রথম ধাপে থাকবে ১২টি এপিসোড। সফল হলে পরে উপন্যাস নিয়েও কাজ করা হবে ।