বিল্লু রাক্ষস, পিউপা, নিহারিকার মতো ছবি সাড়া ফেলেছে বাংলা চলচ্চিত্র সমালোচক মহলে। নতুন ছবির ঘোষণা করলেন পরিচালক ইন্দ্রাশিষ আচার্য। ছবির কেন্দ্রীয় চরিত্রে ঋত্ত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)। ছবির নাম গাজনের ধুলোবালি।
এই প্রথম কোনও ছবিতে জুটি বাঁধছেন ঋত্ত্বিক-ঋতুপর্ণা। ছবিতে খ্যাতনামা সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক। স্ত্রী অমৃতার ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা। একটি কাজে বেরিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান অরিন্দম। সারা রাত পরেও যখন সে বাড়ি ফেরেন না, তখন থানায় অভিযোগ করতে যান স্ত্রী অমৃতা। সেই নিয়েই এগিয়েছে চিনেমার গল্প।
Manas Mukul Pal: 'সহজ পাঠের গপ্পো'র পর ৬ বছররের অপেক্ষা, সব বাধা পেরিয়ে আসছে দীনেশ গুপ্তর বায়োপিক
'গাজনের ধুলোবালি'র সঙ্গীত পরিচালনার দায়িত্বে জয় সরকার (Joy Sarkar)। ছবির গল্প লিখেছেন ইন্দ্রাশীষ নিজেই। খুব তাড়াতাড়ি শুরু হবে এই ছবির শ্যুটিং।