টলিপাড়ার আর পাঁচজন কাপলের থেকে এরা একটু আলাদা বরাবর। সোশ্যাল মিডিয়াতেও যাতায়াত তুলনামূলক কম। ঘনঘন ছবি-ভিডিও শেয়ার করা তো দূরের কথা, একসঙ্গে ছবি পোস্ট করেন হাতে গোনা। বলছি ঋত্বিক চক্রবর্তী-অপরাজিতা ঘোষ দাসের কথা। কিন্তু অভিনেতা নিজে এবার পোস্ট করলেন একটি ভিডিও, জনপ্রিয় বলিউডি গান 'দেশি টিপিকাল সাইয়া'-এর সঙ্গে মিয়াঁ বিবির ছবি!
অভিনেতা নিজেই ফেসবুকে সেই ভিডিও পোস্ট করেছেন, সঙ্গে উল্লেখ করেছেন, এই ভিডিও তাঁকে দেওয়া তাঁর স্ত্রী-এর উপহার! দুজনের একসঙ্গে কাটানো নান মুহূর্তকে ধরে রাখা হয়েছে ভিডিওতে।
সোশ্যাল মিডিয়ায় খুব কমই একসঙ্গে দেখা যায় তাঁদের। কিন্তু অফ স্ক্রিন স্ত্রী-এর সঙ্গে অনস্ক্রিনেও বেশ কয়েকবার জুটি বেঁধেছেন অভিনেতা।