অবশেষে সে এল, রকি অউর রানি কি প্রেম কাহানি-র ট্রেলার। টিজার রিলিজের পর দর্শকদের যেন আর তর সইছিল না। আলিয়া-রণভিরের রসায়নের আরও একটু ঝলক দেখার জন্য মুখিয়ে ছিল গোটা দেশই। এবার সেই অপেক্ষা ফুরলো। টোটা-চুর্ণির জুটি ছাড়াও পঞ্চায়েত যুদ্ধের আবহে বাঙালি দর্শকরা পেলেন বাড়তি উপহার। আলিয়া ভাটের মুখে শোনা গেল বহু চর্চিত, বিতর্কিত সংলাপ 'খেলা হবে'।
আলিয়া-রণভির জুটির দ্বিতীয় ছবিতেই দুজনে বেশ পরিণত এই ছবিতে। ছবির গান প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের অনস্ক্রিন রোম্যান্স নিয়ে চর্চা চলছেই। টিজার থেকে আঁচ পাওয়া গেল গল্পের টুইস্টের। ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।