বিজেপি (BJP)তে যোগ দেওয়ার পর থেকেই বিগত দেড় বছর কোনও কাজের অফার পাননি, এমনই অভিযোগ অভিনেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh)।তাই রাজনিতি থেকে সরে আসার কথাও ভাবছেন রুদ্রনীল। তাঁর কথায়, “যদি রুজি-রুটির জায়গাটা বন্ধ করে দেওয়া হয় বিরোধী রাজনীতি করার অপরাধে কায়দা করে, তখন তো মানুষকে ভাবতেই হবে। প্রিয় কাজটিকে আগলে রাখার জন্য রাজনীতি থেকে তাঁকে অব্যাহতি নিতেই হবে।”
পথ দুর্ঘটনার কবলে মালাইকা অরোরা, কেমন আছেন বলিউড ডিভা?
অভিনেতার দাবি, বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় শিল্পী ছিলেন তিনি। নিয়মিত কাজের অফার পেতেন। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর ১৬ মাস তাঁর হাতে কোনও কাজ নেই। অভিনেতা এও জানিয়েছেন, শাসক দলের ঘনিষ্ঠ পরিচালক প্রযোজকরা জানিয়েছেন, বিজেপি না ছাড়লে রুদ্রনীলকে কাজ দেওয়া যাচ্ছে না"।
চলতি বছর মুুক্তি পাওয়া ‘স্বস্তিক সংকেত’, ‘আবার বছর কুড়ি পরে’, এপ্রিলেই মুক্তি পেতে চলা ‘অভিযান’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রুদ্রনীলকে । কিন্তু সে সমস্ত ছবির শুটিংই ২০১৯ এবং ২০২০ সালে করা। ২০২১ সালের পর থেকে তাঁর কাছে আর কোনও কাজ নেই বলেই দাবি করেন রুদ্রনীল।এ বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত বলে মনে করেন অভিনেতা।