একজন বলিউডের মেলোডি কিং, আর একজনকে বাংলার রক সঙ্গীতের জনকই বলা যায়। এবার একসঙ্গে কাজ করবেন রূপম ইসলাম, অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় সে রকমই ইঙ্গিত দিয়েছেন তাঁরা।
বুধবার সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করলেন রূপম ইসলাম। সঙ্গে অরিজিৎ। ১৮ ফেব্রুয়ারির কলকাতার কনসার্টের পর অরিজিতের গলা ভাঙা। সেই ভাঙা গলা নিয়ে ভিডিওতে কথাও বললেন, জানিয়ে দিলেন খুব শিগগির দুজনের একসঙ্গে কাজ আসতে চলেছে।
Lionel Messi : আর্জেন্টিনায় খেলা যাবে না, পিএসজি-কে দিতে হবে পূর্ণ সময়, কঠিন শর্ত কি মানবেন মেসি ?
অরিজিত-রূপম, দুজনেই দুজনের অন্ধ ভক্ত। প্রকাশ্যে, লক্ষ মানুষের কনসার্টে সে কথা স্বীকার করতে দ্বিধা নেই দুই শিল্পীর। এবার তাঁদের দুজনকে একসঙ্গে পাওয়ার অপেক্ষায় বাংলার শ্রোতারা।