নাম ঘোষণা হওয়ার পর থেকেই, নিঃশ্বাস ফেলার সময়টুকুও নেননি যাদবপুরের তৃণমূল মনোনীত প্রার্থী সায়নী ঘোষ। ব্রিগেড থেকে ফিরেই, সোজা প্রচারে নেমে পড়েছিলেন সায়নী। কর্মী-সমর্থকদের সঙ্গে নিজের নামে দেওয়াল-ও লিখেছিলেন তিনি।
Ed Sheeran : ৬ বছর বাদে ভারতে এড শিরান লাইভ, মায়ানগরীতে এসেই গিটার কাঁধে কোথায় ছুটলেন গায়ক?
মঙ্গলবার সায়নী গিয়েছিলেন বারুপুরের দিকে। প্রচারে বেরিয়ে একটি মোমোর দোকানে, মোমো-ও গড়লেন সায়নী। বারুইপুর পৌরসভা, স্বনির্ভর গোষ্ঠি মহিলা দ্বারা পরিচালিত "আহারে বাংলা"র দোকানে ঢুকেই সকলের মোমো বানালেন সায়নী। তাঁকে দেখা মাত্রই, সেলফি তোলার আবদার এলো একের পর এক। হাসিমুখে সেখানেও পোজ দিলেন তৃণমূল প্রার্থী।