অভিনয় জীবনে ইতি টানছেন জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, সম্প্রতি নিজেই এই ঘোষণা করেছেন পর্দার 'ফেলুদা'। তাই নিয়ে নানা চর্চা চলছেই। এরই মাঝে সব্যসাচীর ছেলে গৌরব জানালেন, বাবার এমন সিদ্ধান্তের কারণ তাঁর কাছেও অজানা।
সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে টলিপাড়ার সবার প্রিয় 'বেণু দা' জানিয়ে দেন, তিনি অভিনয় জীবনকে বিদায় বলছেন, আর অভিনয় করবেন না। এই প্রসঙ্গেই গৌরব চক্রবর্তী একটি সংবাদমাধ্যমকে জানালেন, তিনি এই মুহূর্তে শুটিং-এর জন্য বাইরে আছেন, বাবার সঙ্গে দেখা হলেই তিনি আসল কারণ জানতে পারবেন।
একই সঙ্গে মঞ্চ, ছোট পর্দা এবং বড় পর্দায় অভিনয় করে রীতিমত জনপ্রিয় হয়েছিলেন সব্যসাচী, বলিউডের বেশ কয়েকটি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।